ফরিদপুরে নন্দালয়ের সাত'শ মানুষের মাঝে বস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০১, ২০২২

ফরিদপুরে নন্দালয়ের সাত'শ মানুষের মাঝে বস্ত্র বিতরণ



সঞ্জিব দাস, ফরিদপুর :

ফরিদপুরে দূর্গা পূজা উপলক্ষে সাত'শ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে ফরিদপুরের মানবতার জন্য কাজ করা নন্দালয়। নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু ও তার ভাই ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।



শনিবার বিকেলে নন্দালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান ও নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ কুমার সাহা তনু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা, অঙ্কিত সাহা প্রমূখ।    



এ বিষয়ে বিশ্বজিৎ সাহা তনু বলেন, আমাদের মাটির মা এখন পোশাক পড়েছে। শুধু মাটির মাকে সাজালে তো হবে না আমাদের মাঝে যে জ্যান্ত মা রয়েছে তাদেরকেও পোশাক পড়াতে হবে। সেই চিন্তা থেকেই আমি প্রতি বছর পূজার আগে অসহায় গরীব পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহন করি। এ ধারা শুধু পুজোর সময় নয় প্রতিটি ঈদের সময়ও একইভাবে পালন করা হয় বলে তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here