চরভদ্রাসনে বিষাক্ত সাপে কামড়ের ৩ দিন পর কৃষকের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০১, ২০২২

চরভদ্রাসনে বিষাক্ত সাপে কামড়ের ৩ দিন পর কৃষকের মৃত্যু | সময় সংবাদ

 

চরভদ্রাসনে বিষাক্ত সাপে কামড়ের ৩দিন পর কৃষকের মৃত্যু | সময় সংবাদ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে বিষাক্ত সাপে কামড়ের ৩দিন পর শেখ রাজ্জাক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।


সে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আরোজখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেখ হাশেমের ছেলে।


সাপের কামড়ের বর্ননা দিয়ে রাজ্জাকের ছেলে শেখ রনি জানান, ঘটনার দিন গত বুধবার(২৮সেপ্টেম্বর) সকালে সে ও তার বাবা নৌকাযোগে বাড়ির সামনের নদী পাড় হয়ে ব্যাপারী ডাঙ্গী মাঠে কাজ করতে যায়।রনি তার বাবাকে রেখে ক্ষেতের অন্যপ্রান্তে হালচাষ করতে যায়। বেলা ১১টার দিকে তার বাবা তাকে ফোন করে সাপে কামড়ের কথা জানায়। সাপ দেখতে মাঝাড়ি আকৃতির ও গায়ে গোল গোল ছাপ রয়েছে বলে রনিকে জানায় তার বাবা। ধারনা করা হচ্ছে  বিষাক্ত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপে তাকে কামড়িয়েছে। পরে রনি নৌকা ভারা করে তারা বাবাকে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয় ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করে। আজ শনিবার দুপুরে তার বাবার শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার উদ্দ্যেশে এ্যাম্বুলেন্স ডাকে।এ্যাম্বুলেন্স এসে পৌছানোর কিছু সময় পরেই দুপুর দুইটার দিকে তার বাবার মৃত্যু হয়।


হরিরামপুর ইপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির সাপের কামড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এর আগেও রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কারনে এই এলাকার কৃষকের মৃত্যু হয়েছে।


এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান সময় সংবাদ কে বলেন, ‘চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন রয়েছে।গত বছর একশত ভ্যাকসিন আনা হয়েছে কিন্তু দুঃখের বিষয় সাপে কামড়ালে বেশির ভাগ মানুষ ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করায় বলে ঘটে মৃত্যুর মতন ঘটনা’।সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে আনার পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানা তিনি।




Post Top Ad

Responsive Ads Here