রাঙ্গামাটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০২, ২০২২

রাঙ্গামাটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি | সময় সংবাদ

 

রাঙ্গামাটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি | সময় সংবাদ

মগুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।


রোববার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা সপ্তমীতে  রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আর সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। তাই দেশের সকল ধর্মের মানুষ যাতে যার যার ধর্ম নির্বিঘেœ করতে পারে তার জন্য সবাইকে সহযোগিতার মনোভাব দেখানোর আহবান জানান তিনি।


এসময় দীপংকর তালুকদার এমপি পূজা মন্ডপের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন মন্ডিরে আর্থিক সহায়তাসহ নানিয়ারচর উপজেলার সনাতনী বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলেন। 



Post Top Ad

Responsive Ads Here