![]() |
হাতকড়া পড়া অবস্থায় পুলিশের গাড়ি থেকে আসামি পালালেন | সময় সংবাদ |
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা থানা হাজত থেকে আদালতে চালান করার সময় তোরাপ পাটোয়ারী (৩৪)নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম রুস্তম পাটোয়ারী। বাড়ি কুমিল্লা হলেও তিনি নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ অক্টোবর) বিকেলে সদরবেড়া থেকে গাঁজাসহ তোরাপকে আটক করে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে নগরকান্দা থানা থেকে তাকে পুলিশের গাড়িতে করে আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় তোরাপ গাড়ি থেকে কৌশলে হাতকড়াসহ নেমে দৌড়ে দ্রুত পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমি ফিল্ডে নেমে হাতকড়াসহ পালানো আসামিকে সন্ধান করছি। আপাতত তার একটি লোকেশনও পেয়েছি। তার সন্ধানে অন্তত দেড়শ লোক চেষ্টা চালাচ্ছেন।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিল হোসেন বলেন, ‘এরকম একটি খবর জানতে পেরেছি। তবে আমি ঘটনাস্থল থেকে দূরে আছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’
এ বিষয়ে জানতে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান,‘আসিামি পালানোর ঘটনাটি সত্য।আমরা চেষ্টা চালাচ্ছি ধরার।আমাদের একটু সময় দিন আমরা সব জানাব’।