![]() |
ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান | সময় সংবাদ |
মোঃরিফাত ইসলাম:
ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুরের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে সদর উপজেলায় রবিবার(০২ অক্টোবর) বাজার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবার মূল্য বেশি নেয়ার অভিযোগে মুজিব সড়কে অবস্হিত ফরিদপুর ডিজিটাল হেয়ারিং সেন্টারকে ১৫ হাজার টাকা এবং সার্জিক্যাল পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে মেসার্স আরিফা সার্জিক্যালকে ৫ হাজার টাকা সহ সর্বোমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।