রাজশাহীর চারঘাটে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন-জেলা পুলিশ সুপার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০২, ২০২২

রাজশাহীর চারঘাটে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন-জেলা পুলিশ সুপার | সময় সংবাদ

রাজশাহীর চারঘাটে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন-জেলা পুলিশ সুপার | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।


 তিনি রবিবার সকালে সপ্তমীর দিনে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায অনুষ্ঠিত ৩৯টি শারদীয় পূজা মন্ডপে পরিদর্শন করেন।


এসময় উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, মিডিয়া মুখ্যপাত্র ইফতেখায়ের আলম,অতিরিক্তি পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ও অতিরিক্তি দায়িত্ব চারঘাট সার্কেল রেজাউল কবির খান, চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ও উপ-পরিদর্শক মনিরুল ইসলামসহ মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। 


সার্বিক নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল নম্বর দেয়া হয়েছে যাতে করে হিন্দু ধর্মেও বড় এই উৎসব ভক্তরা। নির্দয়ে নির্ভয়ে পালন করতে পারে।


Post Top Ad

Responsive Ads Here