মেহেরপুর আজকের খবর (০২/১০/২০২২)
মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।“বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ,বাংলার খ্রিস্টান,বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,গাংনী পৌর মেয়র আহমেদ আলী, অ্যাডঃ ইব্রাহিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
সারা বিশ্বের ন্যায় মেহেরপুরে উদযাপিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ এম. এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ এর সঞ্চালনায় “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সহনশীলতা” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মেহেরপুরে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যাক্তিদের সহয়তা প্রদান
মেহেরপুরে কুষ্ঠরোগের বর্তমান চিত্র এবং কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সালোম, মেহেরপুর এবং ‘দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধাপক ফরহাদ হোসেন এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১২ জন কুষ্ঠ রোগিকে ছাগল, দুইজনকে সেলাই মেশিন ও দুইজনকে অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মুজিবনগরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মত বিনিময়
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার দুপুরের দিকে মুজিবনগরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. আব্দুস সালাম,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম তোতা,ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আইয়ূব হোসেন প্রমুখ।