খড়ের আগুনে পুড়ে নিহত ৫০ বয়সের বৃদ্ধা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৩, ২০২২

খড়ের আগুনে পুড়ে নিহত ৫০ বয়সের বৃদ্ধা | সময় সংবাদ

খড়ের আগুনে পুড়ে নিহত ৫০ বয়সের বৃদ্ধা | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: 

মানষিক যন্ত্রনা সইতে না পেরে রাজশাহীর চারঘাট উপজেলায় এক ৫০ বছরের বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে পুলিশ অবগত আছে। চারঘাট মডেল থানা পুলিশ রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে। মৃত্যুর আসল রহস্য উদঘটানে কাজ করছে পুলিশ। এই মৃত্যুর সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।  

  

সোমবার দিবাগত রাত অনুমান ২.৩০টার সময় উপজেলার শুলুয়া ইউনিয়নের চামটা নামক গ্রামে আগুনে পুড়ে নাছিমা বেগম (৫০) বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃর্ত নারী গত ১৬ বছর যাবত মানষিক রোগে ভুগছিল। যার কারনে বেশ কয়েকবার পাবনার পাগলাগারে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্ত কোন সুবিধা পাওয়া যায়নি। মৃর্ত নারী তার নিজ বাড়িতে প্রায় ভয়ঙ্কর কার্যকলাপ করতো। 


কখনও কখনও তার নিজের শরীরে লোহার তৈরী ধারাল হাতল দিয়ে আঘাত করতো। ইতোপূর্বে বিভিন্ন সময়ে নিহত নারী আত্মহত্যার চেষ্টা করেছে। তবে সেমাবার দিবাগত রাত অনুমান ২.৩০টার সময় বাড়ির সবার অজানতে বাড়ির ছাঁেদ গিয়ে খড় ও গাছের খড়িতে আগুন দিয়ে নিজেকে পুড়ে ছাঁই করেছে বলে গনমাধ্যমকে জানান, নিহতের স্বামী আব্দুস ছালাম ও পরিবারের সদস্যরা। অপরদিকে অনুসন্ধানে জানাযায়, নিহত নারীর দুই মেয়েও মানষিক রোগে ভুগছে। 


মানষিক রোগীদের আজব ও ভয়ঙ্কর কার্যকলাপ সৃষ্টি করে এবং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে বলে জানান, উপজেলা আরএমও চিকিৎসক শহিদুল ইসলাম রবিন। সার্বিক বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম পত্রিকার প্রতিনিধিকে বলেন, নিহত নারীর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলেন এখনও রয়েছেন। ওই নারী একজন মানষিক রোগী ছিলেন।


তার পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ সনদ চারঘাট থানাকে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহীনি অনুসন্ধান করছেন। তদন্ত শেষ হলে প্রয়োজনয়ি ব্যবস্থা নেয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here