আলফাডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০১, ২০২২

আলফাডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা | সময় সংবাদ

 

আলফাডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চাইবেন।


শুক্রবার রাতে পৌরসভার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।


সভায় জামাল হোসেন বলেন, আমার পরিবারের সবাই আ’লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দীর্ঘ দিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করায় মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাই। আমার পৌরবাসীর সেবা করার জন্য আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আশা করি আমার পরিবার ও আমার রাজনীতির কর্ম চুলচেরা বিশ্লেষণ করে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আলফাডাঙ্গা পৌরসভার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন।


আলফাডাঙ্গা পৌরসভাকে সন্ত্রাস-মাদকমুক্ত ও মানুষের জন্য বাসযোগ্য একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মেয়র পদপ্রার্থী জামাল বলেন, ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীদের নানা ভাবে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়াও বিদ্যুতের সমস্যা, বিশুদ্ধ সাপ্লাই পানিসহ নানা সমস্যায় জর্জরিত পৌরবাসী। আমি যদি মেয়র হই তাহলে, নাগরিকের  সকল সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও পৌর এলাকার নাগরিকদের সুবিধার জন্য ফ্রি আইনী সেবা দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।


মতবিনিময় সভায় চর নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন মোল্যার সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, সাবেক বন কর্মকর্তা ও কৃষকলীগ নেতা মো. আহাদুজ্জামান, কৃষক লীগ নেতা আব্দুল আলীম মোল্যা, হাসমত হোসেন, ছাত্রলীগ নেতা মাহফুজ আহমেদ প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here