পিরোজপুরে ৮দফা দাবিতে কৃষক ক্ষেতমজুরদের বিক্ষোভ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

পিরোজপুরে ৮দফা দাবিতে কৃষক ক্ষেতমজুরদের বিক্ষোভ | সময় সংবাদ

পিরোজপুরে ৮দফা দাবিতে কৃষক ক্ষেতমজুরদের বিক্ষোভ | সময় সংবাদ


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: 

খাসজমি প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরদের মাঝে বন্টণ,অবিলম্বে পল্লী রেশনিং চালু করে চাল-আটা ৫ টাকা , তেল-ডাল ৩০ টাকা ও লবন-চিনি-কেরোশিন ১৫ টাকা দরে বিক্রির  দাবি সহ মোট ৮ দফা দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে কৃষক,ক্ষেতমজুর ও বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 


আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির ব্যানারে একর্মসূচি পালন করা হয়। 


এসময় বিক্ষোভ সমাবেশে যোগ দেয় কৃষক,শ্রমিক,ক্ষেতমজুর ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। মিছিল শেষে বক্তারা বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা চলছে। একজন দিনমজুর দুবেলা-দুমুঠো ভাত খেতে পারছে না। অথচ প্রতিদিন খবরে দেখা যাচ্ছে,সরকার দেশে একের পর এক উন্নয়নের নামে প্রকল্প বানিয়ে অর্থ লুটপাট করছে। তাই আমরা কৃষক,ক্ষেতমজুর,ছাত্র সহ সবাই ঐক্যবদ্ধ হচ্ছি। 


সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য। এসময় বক্তব্য রাখেন,জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডাঃ তপন বসু, যুব ইউনিয়নের আহŸায়ক উজ্জল গুহ,সদস্য মোঃ ফরিদ সহ আরো অনেকে।




Post Top Ad

Responsive Ads Here