কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন | সময় সংবাদ |
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
সঠিক সময়ে হাসপাতালে ডাক্তারের উপস্থিত, টেস্ট বানিজ্য বন্ধ, দালাল মুক্ত হাসপাতাল, সরকারি ওষুধের সুষ্ঠু বন্টনের দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবায় অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারণ জনগন।
মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেনারেল হাসপাতালের নানা অনিয়ম তুলে ধরেন বক্তারা।
তারা অভিযোগ করেন, ডাক্তাররা সিন্ডিকেট করে অন্য ক্লিনিক ডায়গনিষ্টক সেন্টারের সঙ্গে কমিশন বাণিজ্য করে সাধারণ রোগীদের সু-চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
বক্তব্যে খন্দকার আহসান হাবীব বিদ্যুৎ বলেন, গত রোববার তার খালাকে অক্সিজেন না দেওয়ার কারনে মারা যান। হাসপাতালে অক্সিজেন থাকা সত্ত্বেও দেওয়া হয়নি। বাইরে থেকে কিনে আনতে বলা হয়। এভাবেই সব ক্ষেত্রে টাকা না দিলে, এই হাসপাতালে কোন চিকিৎসা দেওয়া হয় না।
এ সময় হাসপাতালের সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণকারী ভুক্তভোগীরা বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেওয়া হবে।