আক্কেলপুরে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

আক্কেলপুরে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ

 

আক্কেলপুরে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ

নিরেন দাস,জয়পুরহাট,প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বকর সিদ্দিক মোছা.সুমারিয়ার আত্মহত্যার বিষয়টি সময় সংবাদ ডট কমকে নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮ টায় জেলার আক্কেলপুর পৌরসভার মন্ডলপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের কন্যা দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী মোছা.সুমারিয়া (১৬) তার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।


এবিষয়ে নিহত সুমারিয়ার বাবা শহিদুল ইসলাম বলেন, সুমারিয়া খুব শান্ত মেয়ে।মনে হচ্ছে পরিবারের সদস্যদের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।


পরে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমিসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওসি আরও বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় সুমারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here