আন্দোলনের নামে সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী | সময় সংবাদ
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
আন্দোলনের নামে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োাজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে রাজশাহী পুলিশ লাইন্সে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওই সময় তিনি বলেন, সম্প্রতী আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যাক্রম চালানো হচ্ছে। দেশ ও জাতির নিরাপত্তা কথা ভেবে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। রাজশাহী মহানগর ও জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের কর্তব্য পরায়ন হতে হবে। জনগনের জান মালের নিরাপত্তা দিতে হবে। সর্বপরি কেউ যদি আন্দোলনের নামে কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে তৎক্ষনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পুলিশ প্রধান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) অধিনায়াক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহবায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা অ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ পুলিশের বিভিন্ন উধ্ধতন কর্মকর্তা।