আদমদীঘিতে শীতকালিন সবজির দাম অর্ধেকে নেমেছে | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা :
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাটবাজারে শীতকালিন সবজির দাম কমে অর্ধেকে নামলেও বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। ডিম ও মাছ মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
গত শনিবার আদমদীঘি সদর ও সান্তাহার হাটবাজার ঘুরে দেখো গেছে, শীতকালিন সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ১০ টাকা থেকে ২৫ টাকা কমেছে। গত সপ্তাহে বেগুন বিক্রি হয়েছে ৪০ টাকা থেকে ৪৫ টাকা কেজি, বর্তমানের তা কমিয়ে বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি, ৮০ টাকা কেজির সিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি, ৪০ টাকা কেজির পটল বিক্রি হচ্ছে ২৫ টাকা, ৩০ টাকা কেজির মূলা বিক্রি হচ্ছে ২৫ টাকা, ৬০ টাকা কেজির ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা। প্রতি পিস পাতাকপি ৪০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা থেকে ৩০ টাকা। কাঁচা মরিচ ৩০ টাকা কেজির স্থলে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আর ৩০ টাকা কেজির পানি ফল বিক্রি হচ্ছে ২০ টাকা।
এদিকে গত সপ্তাহের মতো চলতি হাটে করলা ৮০ টাকা কেজি ও টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। তবে দাম বৃদ্ধি পেয়েছে সয়াবিন তেল ও চিনির। খোলা সয়াবিন তেল ১৮০ টাকার কেজির স্থলে বৃদ্ধি পেয়ে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ্ ১০০ টাকা কেজির চিনি বেড়ে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিম ও মাছ মাংসের দাম অপরিবর্তিতত রয়েছে। প্রতিহালি ডিম ৪০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা কেজি, খাসির মাংস ৭৫০ টাকা এবং প্রকার ভেদে মাছের দাম অপরিবতিত রয়েছে। সুদিন গ্রামের সবজি মাহবুব হোসেন ও সালগ্রামের বকুল জানায়, সবজি চাষ বাড়ার কারনে বাজারে আমদানী বেশি হওয়ায় দাম কমেছে। আগামীতে সবজির দাম আরো কমার সম্ভাবনা রয়েছে।