নসরতপুর স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
সান্তাহার-বোনারপাড়ার রেললাইনের আদমদীঘির নসরতপুর স্টেশনে ট্রেনের ধাক্কায় আহত আত্তারণ নেছা (৪৫) নামের এক নারী মারা গেছে।
গত সোমবার (১৪ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশনে কলেজ ট্রেনে এ ঘটনা ঘটে।
অত্তারণ নেছা আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটী সিতাহার গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শিরা জানান, গত সোমবার বেলা ১০ টায় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহার গামী কলেজ ট্রেন নামক ট্রেন থেকে নামার সময় পিছনের বগির ধাক্কায় আত্তারণ নেছা নামের ওই নারী পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, এ ঘটনাটি তাদের জানা নেই।