রাজশাহী জেলা পুলিশের সহযোগিতায় টিকটকার আটক | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী চারঘাট পৌরসভায় সোসাল মিডিয়াতে পর্নোগ্রাফি করার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। জেলা পুলিশের সহযোগিতায় আটক হয় টিকটকার সাইফুল ইসলাম (৪৭)। সে পৌরসভার গৌড়শহরপুর এলকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
গতকাল মঙ্গলবার অনুমান রাত ১০টার দিকে উপজেলা আ’লীগ আঞ্চলিক কার্যালয়ে অভিযুক্তকে তলব করা হয়।
জিজ্ঞাবাদের একপর্যায়ে সে তার সোশাল মিডিয়াতে পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়ার কথা শিকার করে। শতশত জনতার রোশানলে অভিযুক্ত ব্যাক্তির প্রাণ নাশের মতো অঘটন ঘটতে পারতো। উপস্থিত জনতার হাত থেকে তাকে সুরক্ষিত রাখার কারনে আ’লীগ কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়। ওই ব্যাক্তি অনেক দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় সুযোগ সন্ধানীতে সর্ম্পক গড়ে তুলে এবং এক পর্যায়ে অনৈতিক কাজে লিপ্ত হয়। সম্প্রতী পাকিয়ান পাড়ার এক যুবতীর সাথে সে সক্ষতা গড়ে তুলে এবং অশ্লিল ভিডিও ধারন করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে থাকে। বর্তমান স্থানীয় অনেক অপ্রাপ্ত বয়সের ছেলেদের মোবাইলে তার প্রমান বহন করছে। সামাজিক অবক্ষয় রোধে এই ধরনের অপরাধ দমন করতে হবে বলে পত্রিকার প্রতিনিধিকে জানান, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, ৩ নং ওর্য়াড নাজমুল হাসান, ৪ নং ওর্য়াড কাউন্সিলর আমির হোসেনসহ স্থানীয় অনেক নেতা, শিক্ষক ও সচেতন মানুষ।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, একটি অসামাজিক খবর পাওয়ার পরে স্থানীয় পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। পরে ঘটনাস্থলে এসআই সুজন ও তার সঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে ওই ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্তকে জেলা হাজতে প্রেরণ করা হয়।