কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্বের বিজয় উৎসব -২০২২ এর উদ্ভোধন | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় মাসব্যাপী মুক্তিযুদ্বের বিজয় উৎসব২০২২ এর উদ্ভোধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩ঃ৩০ ঘটিকায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলা উদ্ভোধন করা হয়।
বিজয় কমিটির সদস্য করিমুল হক সাথীর সঞ্চালনায় ও বিজয় কমিটির আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান, ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আক্তার জাহান বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা রুমেল, ব্যাবসায়ি কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার ত্বোহা। আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্বা,কাউন্সিলর, শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।