কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা | সময় সংবাদ |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নভেম্বর মাসের মাসিক সমন্বয় সভা সোমবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম জামান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুব্রত রায়, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে।