পরোকিয়া তকমা লাগিয়ে সিনেমা স্টাইলে বর্বর হামলা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

পরোকিয়া তকমা লাগিয়ে সিনেমা স্টাইলে বর্বর হামলা | সময় সংবাদ

 

পরোকিয়া তকমা লাগিয়ে সিনেমা স্টাইলে বর্বর হামলা | সময় সংবাদ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  

কলাপাড়ায় পরোকিয়া তকমা লাগিয়ে ১ গৃহবধ ও ১ যুবককে সিনেমা স্টাইলে বর্বর হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত ১০ টার দিকে মহিপুর থানার সদর ইউনিয়নের নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


 মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে ঐ যুবক ইব্রাহীম ও তিন সন্তানের জননী গৃহবধূ হাসপাতালের শয্যায় যন্ত্রনায় কাতরাচ্ছেন। 


হাসাপাতালের শয্যায় গৃহবধূ জানান, প্রায় ১০ বছর আগে ওই গ্রামের লেহাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীকে বিভিন্ন সময়ে সন্দেহ করে অমানুষিক নির্যাতন করতো স্বামী জামাল। তবুও ধর্মভীরু পরিবারের সন্তান হওয়ায় নির্যাতন সহ্য করে সংসার করছিলেন স্ত্রী। মাত্র ১৬ বছর বয়সে ৪০ বছর বয়সী পুরুষের সাথে বিয়ে হলেও সংসার জীবন মেনে নিয়ে ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জন্ম দেন এই গৃহবধূ। গৃহবধূ আরো অভিযোগ করে  বলেন, বাবার বাড়ি যাওয়া-আসার সুবাদে স্থানীয় মোটরসাইকেল চালক ইব্রাহীমের সাথে পরিচয় হয় তার। চালক ভালো মানুষ হওয়ায় তাকে নিয়ে বরাবরই বাবার বাড়ি যেতেন তিনি। কিন্তু নির্যাতনের রাতে পরিকল্পিত নাটক সাজিয়ে বাবার বাড়ি পাঠানোর কথা বলে ইব্রাহীমকে ডেকে নেয় তার স্বামী। পরে ইব্রাহীম বাড়ির দরজায় পৌঁছালে তাকে আচমকাই নির্যাতন শুরু করেন তার স্বামী এবং স্বামীর বাড়ির লোকজন। ইব্রাহীমকে টেনে-হিচরে বাড়ির মধ্যে নিয়ে সিনেমা স্টাইলে বর্বর নির্যাতন চালানো হয়। একই সময় বেশ কয়েকজন পুরুষ নিয়ে গৃহবধূকেও অমানুসিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন। 


ভুক্তভোগী মোটরসাইকেল চালক ইব্রাহীম জানায়, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। ফোন দিয়ে ডেকে নেয়ার পর হঠাৎই আমাকে পেটাতে শুরু করে। ছিনিয়ে নেয়া হয় মানিব্যাগ, মোবাইল, মোটরসাইকেল। তার অভিযোগ, প্রায় দুইঘন্টাব্যাপী মধ্যযুগীয় কায়দায়  নির্যাতন করে বশার,আফজাল,শহীদুল,শাহীনসহ আরো বেশ কয়েকজন তার কাছ থেকে আদায় করা নেয় স্বীকারোক্তি। তিনি  জানান, তার যৌনাঙ্গে  নির্যাতন করা হলে সজ্ঞাহীন হয়ে পরেন। পরে তাকে এক নারী ইউপি সদস্য উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। 


এদিকে গৃহবধূর স্বামী জামাল হোসেন বলেন, বেশ কিছুদিন যাবৎ ফোনে কথা বলতো তার স্ত্রী। ওইদিন ইব্রাহীমের সাথে বাড়ির উঠানে স্ত্রীকে জড়াজড়ি করতে দেখে রাগ সামলাতে পারনি। দুজনকে আমি সামান্য মারধর করেছি। কিন্তু রাস্তার মানুষজন এসে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে মারধর করেছে। আমি মারিনি। 


কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. রনি জানান, ইব্রাহীমের সারা শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মুখমন্ডলে এবং পেটে গুরুতর আঘাতের জখম রয়েছে। 


এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দ্রæতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।




Post Top Ad

Responsive Ads Here