নাটোরে শিশু সুরক্ষা অবহিতকরণ সভা অনুষ্ঠিত | সময় সংবাদ
নাটোর প্রতিনিধি:
নাটোরে শিশু সুরক্ষা নীতি ও শিশু সুরক্ষা আচরণ বিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের সাহারা প্লাজায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'রুম টু রিড' এর 'মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা' কার্যক্রমের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, সদর ও সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন। এছাড়া সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে অনলাইনে যুক্ত হয়ে সংস্থার সার্বিক কার্যক্রম অবহিত করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোকসানা সুলতানা এবং শিশু সুরক্ষা নীতি ও আচরণ বিধি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন সংস্থার মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার বোরহান উদ্দিন এবং নাটোর জেলায় মেয়ে শিশুদের শিক্ষা কার্যক্রমের সফলতা উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার।
অবহিতকরণ সভায় জেলার ৫৫টি কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোকাল পয়েন্ট শিক্ষকগণ অংশগ্রহণ করেন।