পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন | সময় সংবাদ
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি :
"দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্যে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক এ. কে. এম. শামসুজ্জোহা। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, জেলা স্কাউটস্ এর প্রতিনিধি লুৎফর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান শুভদ্বীপ শিকদার শুভ। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যবৃন্দ এবং পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্যরা উপস্থিত ছিলেন।