পাহাড়ে সন্ত্রাস বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা রাখতে হবে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২৬, ২০২২

পাহাড়ে সন্ত্রাস বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা রাখতে হবে | সময় সংবাদ

পাহাড়ে সন্ত্রাস বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা রাখতে হবে | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটি পৌর, সদর, বরকল ও নানিয়ারচর শাখা এর সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে । 


সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক আসমা মল্লিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তারের সঞ্চালনায় রাঙামাটি শহরস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়নে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব আলমগীর কবির, যুগ্ন সম্পাদক রুহুল আমিন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন।


প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা, জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তার জন্যে পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনীর নতুন নতুন ব্রিগেড স্থাপন, দূর্গম ও সন্ত্রাস প্রবণ এলাকায় সেনা ক্যাম্প স্থাপন, পাহাড়ের চূড়ায় চূড়ায় হেলিপ্যাড ও সেনাক্যাম্প স্থাপন, বিজিবির সীমান্ত চৌকি স্থাপন, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী সমূহের ০৩টি করে ব্যাটালিয়ন স্থাপন ও জননিরাপত্তা জোড়দার করার আহবান জানান।


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা রাখতে হবে। ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী প্রচারণা চালাতে হবে, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে।


পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতীয় জনগন ও বাংলা ভাষা-ভাষী বাঙালীদের হাজার বছরের সহাবস্থান, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য সকল অবৈধ অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলোর দিবাস্বপ্ন আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার (জুমল্যান্ড) কার্যক্রম বন্ধসহ গুম,খুন, চাঁদাবাজি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং প্রয়োজনে শ্রীলংকার তামিল টাইগারদের মতো চিরতরে খতম করে সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম, অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম ও শান্তির পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান।




Post Top Ad

Responsive Ads Here