কলাপাড়ায় হুইল চেয়ার বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৩, ২০২২

কলাপাড়ায় হুইল চেয়ার বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

কলাপাড়ায় হুইল চেয়ার বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  

কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধে সভা করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ নভেম্বর (রোববার) বেলা ১১টার দিকে উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র উদ্যোগে সংস্থার আলীপুরস্থ কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল আলম, সহ-সভাপতি মাও: মো. শেরে আলম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভির কুয়াকাটা প্রতিনিধি মো. কাজী সাইদ, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। 


সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং আইনের প্রতি শ্রদ্ধারেখে সমাজের সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।


সভাশেষে কুয়াকাটার আজিমপুর নিবাসী মোহাম্মাদ আলী শিকদারের পুত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মো. আলাউদ্দিনকে একটি হুইল চেয়ার ও অন্যান্য সরঞ্জামাদী প্রদান করা হয়। 


Post Top Ad

Responsive Ads Here