ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সাত দিন ব্যাপী ফ্রি চক্ষু ছানি ক্যাম্প ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল দশটায় ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট চক্ষু সার্জন ডা. রাহাত আনোয়ার, আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা তনু, ব্যবস্থাপনা পরিচালক বিধান কুমার সাহা, পরিচালক সঞ্জিব দাস, সাধন কুমার দাস, গৌতম কুমার দাস, ডা. মৌটুসী প্রামাণিক প্রমুখ।
ক্যাম্পে ফরিদপুর জেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে প্রায় হাজার খানেক রোগী ডাক্তার দেখাতে উপস্থিত হন।
উল্লেখ্য আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আসা আইরিশ মৈত্রী হাসপাতালের পক্ষ থেকে আগামী সাতদিন চক্ষু ক্যাম্প সহ হৃদরোগ ও মেডিসিন, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রো লিভার সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের নেয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।