রাঙ্গামাটিতে ২৮টি পাড়াকেন্দ্রে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

রাঙ্গামাটিতে ২৮টি পাড়াকেন্দ্রে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ | সময় সংবাদ

রাঙ্গামাটিতে ২৮টি পাড়াকেন্দ্রে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙ্গামাটির কর্ণফুলী সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বিটিআরসি সামাজিক দায়বদ্ধা তহবিলেল অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল ক্লাসরুম উপকরণ সরবরাহ ও স্থাপন সংক্রান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার, চেয়ারম্যান, বিটিআরসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী  মোস্তফা জব্বার।


এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর পক্ষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডাবিøউসি, পিএসপি, সদস্য সচিব সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটি ও মহাপরিচালক (এসএস), বিটিআরসিসহ বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক  মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম (বার), জেসমিন জুঁই প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজয় ডিজিটাল উপস্থিত ছিলেন। 


এছাড়া বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ড ও বোর্ডের আওতাধীন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২৮টি পাড়া কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ক্লাসরুম উপকরণ বিতরণ করা হয়। 


Post Top Ad

Responsive Ads Here