আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আমির হোসেন নামের চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১০ নভেম্বর) দুুপুর ১টায় উপজেলার ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। এ ঘটনায় গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
জানাযায়, গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সাথে বাড়ির খলিয়ানে খেলা করার সময় নিখোঁজ হয়। তার স্বজনরা বহু খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে দুপুর ১ টায় বাড়িরে পাশের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে। এরপর আদমদীঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হোসেনকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর জিডি করা হয়েছে।