শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:

মহান বিজয় দিবসের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যা ইতিহাসের নৃশংসতম কাপুরুষোচিত হত্যা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।


তিনি বলেন, বাঙ্গালী জাতিকে মেধাশুণ্য করতে এবং বঙ্গবন্ধু যাতে ভবিষ্যতে সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে সেজন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতা বিরোধীরা দেশের বুদ্ধিজীবিদের হত্যা করে। 


বুধবার  বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙ্গামাটি সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক বাবু প্রমূখ।


রাঙ্গামাটি সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আবারো স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশ বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে প্রতি আহবান জানান।


সভার আগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


Post Top Ad

Responsive Ads Here