কাপ্তাইয়ে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত |
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী।
জেলা কমান্ড্যান্ট প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে ঠিক তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এইসময় তিনি সেবার মানসিকতায় আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এমরান হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিপু চন্দ্র দাশ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব। পরে আনসার সদস্যদের মাঝে বাই-সাইকেল ও ছাতা বিতরণ করা হয়।