আবারও এক হচ্ছেন রাজ-মিম ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৮, ২০২২

আবারও এক হচ্ছেন রাজ-মিম !

আবারও এক হচ্ছেন রাজ-মিম !
আবারও এক হচ্ছেন রাজ-মিম !


বিনোদন ডেস্ক/সময় সংবাদ:

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পরাণ’। এই সিনেমার মাধ্যমে দর্শক মহলে দারুণ সারা ফেলেন রাজ-মিম। এরপর ‘দামাল’ সিনেমায়ও তাদের একসঙ্গে দেখা যায়। এদিকে মিম জানিয়ে দিয়েছে রাজের সঙ্গে জুটি বাঁধবেন না। রাজ-মিমকে নিয়ে পরীমণির ফেসবুক স্ট্যাটাসের কারণেই এই জুটির ভাঙ্গন। 


‘পরাণ’ সিনেমার দর্শক চাহিদা এখনও রয়েছে। যে কারণে একটি প্রিমিয়ার শোয়ের কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠানে কর্মরত একজন গণমাধ্যমকে বলেন, চলতি মাসে এর একটি প্রিমিয়ার শো হবে। এতে রাজ-মিম থাকবেন।


স্বল্প বাজেটের ‘পরাণ’ সিনেমাটি ঈদুল আজহায় মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি দর্শক মহলে সাড়া জাগায়। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। বাধ্য হয়ে সিনেপ্লেক্স শো সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ১৮ শো করে।


দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা এক লাফে দাঁড়ায় ৫৫টি। তৃতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। এরপর থেকে এখনও কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে বলে জানা যায়।




Post Top Ad

Responsive Ads Here