ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

  


সঞ্জিব দাস, ফরিদপুর : 

মহান মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে বিজয়ের একদিন পর ১৭ ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় ফরিদপুর। পাক হানাদার বাহিনীর পরাজয়ের মাধ্যমে বিজয়ের আনন্দ মাতোয়ারা হয় ফরিদপুরবাসী এই দিন। 



বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের নিয়ে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। 


অনুষ্ঠানের শুরুতে শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার মোঃ শাজাহান স্মৃতি স্তম্ভের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বীর শহীদদের স্মরণে। এরপর জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মানিত করা হয় ফুল দিয়ে। 



এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। 

Post Top Ad

Responsive Ads Here