এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি: পরীমনি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৮, ২০২২

এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি: পরীমনি

এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি: পরীমনি
এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি: পরীমনি


বিনোদন ডেস্ক/সময় সংবাদ:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ক‘দিন পর চার মাস পূর্ণ হবে তার সন্তানের বয়স। এরই মধ্যে হাপিয়ে উঠেছেন অভিনেত্রী। জানিয়েছেন সন্তান মানুষ করার অভিজ্ঞতা।


অনেক রাত নির্ঘুম কাটিয়ে হয়তো মনের কষ্টে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন, ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি।’ 


তিনি আরও লেখেন, ‘ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার।’ পোস্টটির পর তিনি একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দেন। 


অন্য মায়েদের মতো পরীমনিও একই ধরনের কষ্ট ভোগ করেছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকমতো ঘুমানো হয় না তার। জন্মের পর থেকে সন্তান জেগে থাকলে তার মা পরী ঘুমাতে পারেন না। সন্তান রাজ্যকে ঘুম পাড়িয়ে তার পরই দুই চোখের পাতা এক করার সুযোগ পান তিনি।


দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যতœও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন সবকাজে। তবে শুটিং থাকলে ছেলের দেখাশোনা পুরোটাই নিজে সামলান পরী।


গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যকে পৃথিবীর আলো দেখান মা পরীমনি। ঢালিউডের আরেক সুপারস্টার শরিফুল ইসলাম রাজ হলেন পরীর স্বামী। এটি সবাই জানে। তার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয় রাজ্য। আর রাজ্যকে ঘিরেই রাজ-পরীর ছোট্ট রাজত্ব।

Post Top Ad

Responsive Ads Here