জয়পুুরহাট র্যাব-৫ এর অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক এক |
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নওগাঁর সদর উপজেলার সাহাপুর গ্রামে শনিবার (১৭-ডিসেম্বর) সন্ধার পর অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ২ রাউন্ড গুলি,১টি রামদা,২টি ব্যাটন,২টি কাটার,৪ পুড়িয়া গাঁজা ও ২০ গ্রাম হিরোইনসহ মোহাম্মদ আলী (৩৭) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন জয়পুুরহাট-র্যাব-৫ এর সদস্যরা।
রোববার(১৮-ডিসেম্বর) সকালে জয়পুুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃতে জেলার সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলীকে অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়,মোহাম্মদ আলী সাহাপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয় লোকজনের উপর তার আধিপত্য বিস্তার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে নওগাঁ মডেল থানায় মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।