আদমদীঘিতে ভেকু মালিকসহ ২জনের ৭০ হাজা টাকা জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন ও সরকারি পাকা সড়ক নষ্ট করার অপরাধে এস্কেভেটর (ভেকু) মালিকসহ দুইজনের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন। অর্থ দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার সান্দিড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বাদশা (৪০) ও ছোট আখিড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৪৫)। এ সময় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলার বশিপুর সখের পল্লী পাশে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও বড় আখিড়া ফকিরপাড়া এলাকায় অবৈধ ভাবে ভেকু দিয়ে পুকুর খনন করে ট্রাক্টরে বহন করে সরকারি পাকা সড়ক নষ্ট করছে। এমন গোপন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকার সন্ধ্যায় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে সান্দিড়ার বাদশার ২০ হাজার টাকা ও ভেকু মালিক ছোট আখিড়ার জুয়েল হোসেনের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা অর্থদন্ড করেন।