বিষাক্ত বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি ভেড়ার প্রান গেল ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

বিষাক্ত বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি ভেড়ার প্রান গেল !

 

বিষাক্ত বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি ভেড়ার প্রান গেল !
বিষাক্ত বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি ভেড়ার প্রান গেল !

আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বন্য কুকুরের কামড়ে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। 


১৫ই ডিসেম্বর দিবাগত রাতে আনুমানিক ০৯ঃ০০ ঘটিকায় অত্র উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের ভেড়ার খামারে বন্য কুকুর আক্রমণ করে, এতে তার নিজের ১৪৮ টি, খানের ২১ টি এবং  মিজানুর রহমান চৌধুরীর ৬ টি সহ মোট ১৭৫ টি ভেড়ার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর  সীমান্তবর্তী  আবুইল্যার চর এলাকায়। 


কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি চিকিৎসক মোঃ এনায়েত উল্যাহ বলেন, আমি ভেড়া গুলো দেখে খামারীদের সাথে কথা বলে আসছি।  এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা। 


উল্লেখ্য যে নজরুল ইসলাম চৌধুরী শাহীন কৃষি গবেষণা ফান্ড (কএঋ) কতৃক ঘোষিত একজন সফল খামারী। এ ব্যাপারে জানতে খামার মালিক নজরুল ইসলাম বলেন, নোয়াখালীর দক্ষিন চরাঞ্চলে এটি স্মরণীয় একটি প্রাণী ট্রাজেডি। মালিকবিহীন কুকুর গুলো লোশন করে গবাদি পশু গুলোকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং খামারটি পুনরায় চালু করতে জেলা প্রশাসক ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে আমরা সরকারী সহযোগিতা কামনা করছি।




Post Top Ad

Responsive Ads Here