কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৮, ২০২২

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে একই পরিবারের চার সদস্য পাহাড় ধসে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার কাউয়ারখোপ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আজিজুর রহমান, তার শাশুড়ি রহিমা বেগম, আজিজুর রহমানের স্ত্রী নাছিমা আক্তার ও আজিজুর রহমানের পুত্রবধূ দিলফুরাজ আক্তার।


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আজিজুর রহমান ও তার পরিবারের চারজন সদস্য রাতের খাবার খেতে বসেন। এতে আকষ্মিকভাবে পাহাড় ধসে তারা চারজন ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবগত করলে দ্রুত ফায়ারসার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটি কুড়ে তাদেরকে বের করেন। এসময় সবাই ছিলেন মৃত। 


চেয়ারম্যান আরো বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে লাশ দাফনের অনুমতি দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা লাশগুলো দাফন করার জন্য ১০ হাজার টাকা আমার হাতে তুলে দেন। 


রামু থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। তাদের দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here