আমতলীতে আওয়ামীলীগের পৃথকভাবে কর্মসুচী পালন,জনমনে নানা প্রশ্ন?
আমতলী(বরগুনা)প্রতিনিধি:
আমতলী উপজেলা আওয়ামীলীগ মহান বিজয় দিবসের কর্মসুচী পৃথক পৃথকভাবে পালন করেছে। এতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানাগেছে, শুক্রবার মহান বিজয় দিবসের আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে। এরপর সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকানের নেতৃত্ব নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল শুরু করে আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে শেষ করে। একই সময়ে সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃত্বে একাংশের নেতাকর্মীরা উপজেলা পরিষদ সামনে থেকে বিজয় মিছিল শুরু করে। ওই মিছিল পৌরসভা প্রাঙ্গণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে শেষ করে। দুই গ্রæপ আলাদা আলাদা ভাবে পুস্পস্তবক অর্পণ ও বিজয় মিছিল করায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রিয় কমিটি ঘোষিত উপজেলা আওয়ামীলীগ সঠিক না সাবেক উপজেলা আওয়ামীলীগ সঠিক।
এ বিষয়ে সাবেক আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মী নিয়ে কর্মসুচী পালন করেছি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান বলেন, দলীয় নেতাকর্মী নিয়ে ঘোষিত কর্মসুচী পালন করেছি।