সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে কাপ্তাইয়ে অংশীজনের অংশগ্রহণে সভা |
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধিঃ
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম- পরিকল্পনা ২০২২- ২০২৩ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই তথ্য অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
এইসময় কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের , পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিপু চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কাপ্তাইয়ের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক অর্নব মল্লিক বক্তব্য রাখেন।