এমন পরাজয় বিশ্বকাপের জন্য নিষ্ঠুর ঘটনা: বাসকুয়েটস |
ফুটবল ডেস্ক/সময় সংবাদ:
স্পেনের মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস বলেছেন, গোলশুন্য ড্রয়ের পর শেষ ষোলর ম্যাচে মরক্কোর কাছে ট্রাইব্রেকারে ৩-০ গোলের পরাজয় বিশ্বকাপের জন্য ‘নিষ্ঠুর’ ঘটনা।
এই মিডফিল্ডারের নেয়া পেনাল্টি শটের বলটিও আটকে দিয়েছেন মরক্কান গোল রক্ষক ইয়াসিন বোনো। কোন গোলই করতে পারেননি ২০১০ বিশ্বকাপ জয়ী এই স্প্যানিশ।
তিনি বলেন, বিষয়টি ছিল বেশ দু:খের। টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারনের এই পদ্ধতিটি খুবই নিষ্ঠুর।
বাসকুয়েটস বলেন, এটি বেশ কঠিন ছিল। আমাদের জন্য ছিল খুবই কষ্টের। আমরা তাদের হারাতে চেয়েছিলাম। তাদের চেপে ধরেছিলাম এবং সুযোগও সৃষ্টি করেছি। কিন্তু আমাদের ফিনিশিংয়ে ঘাটতি ছিল।
এর আগে ২০২০ ইউরোর সেমিফাইনাল থেকেও স্প্যানিশরা বিদায় নিয়েছিল ইতালির কাছে টাইব্রেকারে হেরে। অবশ্য ৩৪ বছর বয়সি এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন কিনা সেটি এখনই নিশ্চিত করতে রাজি হননি।
বার্সেলোনার এই ফুটবল তারকা বলেন, এই মুহুর্তে আমি নয়, জাতীয় দলটিই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এটি ছিল কঠিন একটি রাত। এখন এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, যাদের এই অভিজ্ঞতা কাজে লাগবে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২০ ইউরোর কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে স্পেনের হয়ে নায়কোচিত দক্ষতা দেখিয়েছিল স্প্যানিশ গোল রক্ষক উনাই সাইমন। কিন্তু এবার তিনি মরক্কান আক্রমন ঠেকাতে পারেননি।
স্পেনের এই গোল রক্ষক বলেন, আমার মনে হয় ১২০ মিনিটের লড়াইয়ে আমরাই আধিপত্য বজায় রেখেছিলাম। তবে গোলের দেখা না পেলে এর কোন মুল্যই নেই।
বিশ্বকাপ জুড়েই আমরা চমক দেখছি। আমরা তাদের হারাতে পারিনি। অবশ্য আমরা মরক্কোর কাছে হেরে বাদ পড়ার আশা করিনি। তবে সেটিই বাস্তবতা এবং এখন আমাদেরকে দেশের পথ ধরতে হবে।