ফরিদপুরে ছয়টি ইট ভাটায় অভিযান, ভেঙে গুড়িয়ে দেয়া হলো দুটি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

ফরিদপুরে ছয়টি ইট ভাটায় অভিযান, ভেঙে গুড়িয়ে দেয়া হলো দুটি

 


সঞ্জিব দাস, ফরিদপুর :  

ফরিদপুরের সদর, মধুখালী, বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলায় অবৈধ ভাবে থাকা ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। গত রবিবার সকাল থেকে অভিযান শুরু করে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 


বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম। 


এ বিষয়ে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, ইট ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশাধিত ২০১৯) লংঘন এর দায় মোট ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং বাকি চারটি ইটভাটায় মোট পনের লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট ভাটায় অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 


মোবাইল কোর্ট অভিযান প্রসিকিউশন প্রদান করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।



Post Top Ad

Responsive Ads Here