ফেসবুক লাইভে মৃত্যুর প্রস্তুতি নিল মোবাইল মেকানিক |
নিজস্ব প্রতিবেদক/সময় সংবাদ:
রোববার তখন রাত। ঐ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথা বলছিলেন ৪২ বছর বয়সী বাবুল সিদ্দিকী।
শুধু তাই নয়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিচ্ছিলেন প্রস্তুতিও। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় চিলমারী থানা পুলিশ। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর ইউনিয়নের সবুজপাড়া গ্রামে। বাবুল পেশায় একজন মোবাইল মেকানিক।
পুলিশ জানায়, রাতে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। পাশাপাশি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় চিলমারী থানা পুলিশ। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে পুলিশ।
তবে বাবুলের পরিবারের লোকজন জানায়, বাবুল এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রোববার তিনি পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।
চিলমারী থানার ওসি আতিকুল রহমান বলেন, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন বাবুল সিদ্দিকী। ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ইউএনও মো. মাহবুবুর রহমানসহ আমরা তাকে বুঝিয়ে বাড়িতে রেখে এসেছি।