বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ১০ই ডিসেম্বর '২০২২ দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


দুপুর বারোটায় ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা বঙ্গবন্ধু চত্বর হয়ে ওয়াবদা মোড় ঘুরে বাজার প্রদক্ষিন করে।মিছিল শেষে সোনালীব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু,যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান, শফিউল্লাহ শাফি পৌর যুবলীগের ওবাইদুর রহমান মৃধা, রবিউল ইসলাম,উপজেলা মৎস্যজিবি লীগের আহবায়ক রাজিবুল ইসলাম রাজু  প্রমুখ।


জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন -আওয়ামীলীগ শুধু মুখে বলেনা, কাজ করে দেখায়।বোয়ালমারীতে ১৪ হাজার পরিবার ১০টাকা কেজি চাল খাচ্ছে,২০১৯ সালের পুর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে।আওয়ামীলীগ জনগনের জন্য কাজ করছে।তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন-আওয়ামীলীগ এর জন্ম রাজপথে, ক্যান্টনমেন্ট নয়।আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।১০ডিসেম্বর এর পর ১১ডিসেম্বর হবে।জননেত্রী শেখ হাসিনার কথায়ই দেশ চলবে।দিবাস্বপ্ন না দেখে জনগনের কাতারে আসেন।ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করে নিন।


এসময় উপস্থিত ছিলেন -উপজেলা মৎস্যজিবি লীগের আহবায়ক রাজিবুল ইসলাম রাজু,  উপজেলা যুবলীগের সদস্য ওবাইদুর সরদার,ইমরুল চৌধরী,ওহিদুর রহমান,আব্দুল্লাহ আল মামুন রনী,গালিভ রহমান,তৈয়বুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের  নেতৃবৃন্দ। 

 

Post Top Ad

Responsive Ads Here