আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত

আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত
আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল ৯টায় হাই স্কুল মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। 


দুপুর ২ টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সংকর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 


উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধ আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই কুন্ডু, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে মুক্তিযোদ্ধাদের আরও সম্মানিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে শরীর চর্চায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



Post Top Ad

Responsive Ads Here