ফরিদপুরে ৮০০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
১৪ ডিসেম্বর (বুধবার) রাত ১০ টার দিকে জেলা সদরের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো:হাসান মীর , পিতা মো:আজাহার মীর কে ৮০০(আটশত ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান মীর ভাঙ্গা থানাধীন মীরাকান্দা, গ্রামের বাসিন্দা। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঢাকা এবং কক্সবাজার থেকে সে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজউল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোঃরিফাত ইসলাম