৩৬ বছরের ইতিহাস বদলালো আর্জেন্টিনা
ক্রিয়া প্রতিবেদক/সময় সংবাদ:
অবশেষ দিনটা আসলো। মেসির শেষ সময়ে এসে অধরা বিশ্বকাপ ধরা দিলো তার হাতে।তাদের ৩৬ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা।
রোববার লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে ফরাসি ও আলভিসেলেস্তেরা। এ মহারণে প্রথমার্ধে ২ গোলের দেখা পায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পায় ফ্রান্স। এতে ২-২ সমতায় শেষ হয় খেলার ৯০ মিনিট।
এরপর অতিরিক্ত সময়ে গড়ালো ফাইনাল। খেলা এখন এমন পর্যায়ে যে প্রথমার্ধ মেসির, দ্বিতীয়ার্ধ এমবাপ্পের, শেষ ৩০মিনিট কার? এমন প্রশ্নের জবাব দিলেন মেসি। ৩০ মিনিটের দ্বিতীয়ার্ধে মেসি গোল করে আবোরো দলকে এগিয়ে দেন।
তার কিছু সময় পরেই আবারো এমবাপ্পে ঝলক। আর তার পা থেকে আসে সমতা সুচক আরেক গোল। স্কোর হয় ৩-৩। এ গোলের মধ্য দিয়ে হ্যাট্রিক করে ফাইনালের ইতিহাসে জায়গা করে নিলেন এমবাপ্পে।
তারপর নির্ধারিত সময়েগোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৮ মিনিটে মিনিটে ফ্রান্সের গোলে বারে শর্ট করেন মার্টিনেজ যা ঠেকিয়ে দেন লরিস। কিন্তু এবারে সুযোগ পান মেসি। করেন বিশ্বকাপের ৭ম ও নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ১৩ তম গোল।
অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্বকাপ জয় করে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘোঁচায়।