ফরিদপুরে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এস আই রবিন মুজমদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৮, ২০২২

ফরিদপুরে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এস আই রবিন মুজমদার

 

ফরিদপুরে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এস আই রবিন মুজমদার
ফরিদপুরে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এস আই রবিন মুজমদার

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলার সালথা থানার ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এসআই নির্বাচিত হলেন এ এস আই রবিন মজুমদার।তিনি জেলার সালথা থানায় এ এস আই হিসেবে কর্মরত।অত্র থানায় যোগদানের পর একাধিকবার উক্ত পুরস্কার পেয়েছেন এছাড়াও একবার জেলায় শ্রেষ্ঠ এ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন।


বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


জানা যায়,রবিন মুজমদার থানার অভিযোগ অনুসন্ধান সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে মাদকদ্রব্য উদ্ধার, হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীসহ একাধিক সাজা পরোয়ানার আসামী গ্রেফতার,ওয়ারেন্ট নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সালথা থানার ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত করে জেলা পুলিশ ও সম্মাননা স্মারক প্রদান করেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


এ এস আই রবিন মজুমদার বলেন,আমি অএ থানার সৎ নিষ্ঠাবান,নির্ভীক ,ন্যায়পরায়ন ও সুযোগ্য সফল অফিসার ইনচার্জ জনাব মোঃ শেখ সাদিক স্যারের দিকনির্দেশনায় ও আইনগত সকল কাজে উৎসাহ ও উদ্দীপনায় এবং অএ থানার সকল অফিসার ও ফোর্সদের ভালবাসা ও তাদের সহযোগিতার মাধ্যমে আজ আমার এই প্রাপ্তি। তাই আমার পক্ষ থেকে আমার থানার সকল অফিসার ও ফোর্সদের ভালবাসা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রাপ্তি শুধু আমার নয় আমার থানার কর্মরত সকল অফিসার ও ফোর্সদের।




Post Top Ad

Responsive Ads Here