ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে দিনব্যাপী ঢাকা হতে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ঢাকা হতে আগত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে।
ক্যাম্পে ফরিদপুর জেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে প্রায় পাঁচ শতাধিক রোগী ডাক্তার দেখাতে উপস্থিত হন।
উল্লেখ্য আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আসা আইরিশ মৈত্রী হাসপাতালের পক্ষ থেকে চক্ষু ক্যাম্প সহ হৃদরোগ ও মেডিসিন, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রো লিভার সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে বিভিন্ন সময়ে।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের নেয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।