খাবারের সাথে বেশি ঝোল চাওয়ায় গরম তেলে যুবকের হাত ঝলসে দেওয়া হল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এশিয়া হোটেলে খাবারের সাথে বেশি ঝোল চাওয়ায় শ্রী মিঠুন বাঁশফোর নামের এক হরিজন সম্প্রদায়ের যুবককে ধাক্কা দিয়ে কয়রার গরম তেলে ফেলে দিয়ে হাত ঝলসে দেয়া ঘটনায় মামলা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আহত মিঠুন বাঁশফোরের ভাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাত্রামুল সুইপার কলোনীর মদন বাঁশফোরের ছেলে কালুয়া বাঁশফোর বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে এশিয়া হোটেলের কর্মচারী মাসুদ রানা (৩৩) কে গ্রেফতার করেছে। সে পার নওগাঁ খলিফা পাড়ার রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার ১০ ডিসেম্বর বিকেল ৩টায় নওগাঁর আত্রাই উপজেলার জাত্রামুল গ্রামের গ্রামের মিঠুন বাঁশফোর ও তার বিয়াই আদমদীঘি মাঝিপাড়ার জয় কুমার পিন্টু বাঁশফোরসহ কয়েকজন সান্তাহার এশিয়া হোটেলে খাবার কেনার পর ঝোল একটু বেশি চাইলে ঝোল বেশি না দিয়ে হোটেল কর্মচারী মাসুদ রানার সাথে মিঠুন বাঁশফোরের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে মিঠুন বাঁশফোরকে ধাক্কা দিয়ে করায়ের গরম তেলে পড়ে মিঠুন বাঁশফোরের ডান হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত পুড়ে ঝলসে যায়।
এসময় পিন্টু বাঁশফোর এগিয়ে এল তাকেও মারধর করে ওই কর্মচারীসহ আরো অজ্ঞাত ৪/৫জন আহত মিঠুনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় গত রোববার মামলা হলে রাতে পুলিশ এজাহারভুক্ত আসামী হোটেল কর্মচারী মাসুদ রানাকে নওগাঁ থেকে গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাসুদকে আদালতে প্রেরণ করা হয়েছে।