বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ছাত্রলীগ সম্পাদকের অফিস ভস্মীভূত |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) থেকে:
ফরিদপুরের বোয়ালমারীতে ডাক বাংলো রোডে অবস্থিত জেলা পরিষদ মার্কেটে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই মার্কেটে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের বাবার মালিকানাধীন সিদ্দিক এন্টারপ্রাইজ নামক ব্যবসায়িক অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অফিসটি বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জেলা পরিষদের ডাক বাংলোয় বিকালে এক সংবাদ সম্মেলন করেন। ভবনের ছাদ থেকে পানি এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রান্ত সিদ্দিক বলেন, আমি জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক অফিস হিসেবে ব্যবহার করি। ভবনের ওই কক্ষের ছাদ দিয়ে পানি পড়ত।বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গনমাধ্যমে জানাই।তখন জেলা পরিষদের অফিসারগন এসে বিষয়টি তদন্ত করে জানান অন্য ভবনের দেয়াল ব্যবহার করায় দুই ভবনের সংযোগ দিয়ে পানি চুইয়ে রুমে প্রবেশ করে।
এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে পানি ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে ৫লাখ টাকা খরচ করে আমি কক্ষের ডেকোরেশন করেছি। এছাড়া ঘরে এসি, আইপিএস ছিল। আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ, চেক বইসহ যাবতীয় ডকুমেন্ট অফিসে ছিল। সবই আগুন এবং ফায়ার ব্রিগেডের পানিতে নষ্ট হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাফাত ইসলাম বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।
এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগের দরুন এসির কমপ্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পানি দেয়ার কারণে ডেকোরেশন নষ্ট হয়েছে।