আদমদীঘিতে এক মাসেও সন্ধান মিলেনি সুনীল চন্দ্রের |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে সুনীল চন্দ্র প্রামানিক (৫০) নামের এক মানসিক রোগি নিখোঁজের এক মাসেও তার কোন সন্ধান মিলেনি। সে জীবিত রয়েছে কিনা তা নিয়ে তার স্ত্রী সন্তানরা উৎকন্ঠায় রয়েছে।
নিখোঁজ সুনীল চনদ্র প্রামানিক আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ভাটোহলি গ্রামের সুবল চন্দ্র প্রামানিকের ছেলে ও দুই সন্তানের জনক। খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গত শুক্রবার ২৩ (ডিসেম্বর) দুপুরে আদমদীঘি থানায় তার স্ত্রী সুমিত্রা রানী একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ সুনীল চন্দ্র প্রামানিকের স্ত্রী সুমিত্রা রানী জানান, তার স্বামী একজন মানসিক রোগি গ্রাম্য কিছু ব্যক্তির বাধা ও অর্থনৈতিক কারনে তার সুচিকিৎসা করা সম্ভব হয়নি। গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। তাকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার সন্ধান পেলে ০১৯০২-২৪৯৪৯৭ ও ০১৭৬৩-৬৩৪৮৮৮ নম্বরে যোগাযোগ করতে তার দরিদ্র স্ত্রী আহবান জানান।