চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তিতে আনন্দ র‍্যালি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তিতে আনন্দ র‍্যালি

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তিতে আনন্দ র‍্যালি
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১১৫ বছর পূর্তিতে আনন্দ র‍্যালি


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ়্য আয়োজনে একটি র‍্যালী বের করা হয়। এইসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে র‍্যালিতে হাসপাতালের দেশী বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন। 


হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়। এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বর্ণিল এই র‍্যালীর উদ্বোধন করেন।


এসময় তিনি স্বাগত বক্তব্যে বলেন, আজকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে, এবং প্রার্থনার মাধ্যমে সহযোগীতা করে গেছেন। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়া সহ সকল জনসাধারন এর প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। এছাড়া সকলকে হাসপাতাল দিবসের শুভেচ্ছা জানাই। 


এদিকে হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইসময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও  কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। এইছাড়া ১ শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার বিকেলে হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



Post Top Ad

Responsive Ads Here